বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বিশারকান্দি শের-ই-বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে-বাংলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও ডিগ্রি ১ম বর্ষ-২০২৫ সেশনে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১৬নভেম্বর (রবিবার) সকাল ১০টায় কলেজের সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কতৃপক্ষ। কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের (বানারীপাড়া -উজিরপুর) বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে।মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে এক একজন শিক্ষার্থীকে সফলতার দ্বারে পৌছাতে পারে। তিনি আরো বলেন যে সব শিক্ষার্থী রাজনীতি করতে চায় গ্রাজুয়েশন সম্পন্ন করে তাদের রাজনীতিতে আসা উচিত নতুবা শিক্ষা জীবনে পড়ালেখায় ব্যাঘাত ঘটতে পারে।উচ্চ শিক্ষিতরা রাজনিতীতে আসলে তারা দেশের জনসম্পদে পরিনত হয়ে সমাজ ও দেশের উন্নতিতে অবদান রাখতে পারবে।

এছাড়াও তিনি অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে যারা বই কিনতে পারবে না নিজ অর্থে তাদের বই কিনে দেওয়ার ঘোষনা দেন।অনুষ্ঠানে কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ হাদি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুর খান,সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মল্লিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,ফারুক মল্লিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মিজান ফকির, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াজ হাওলাদার,সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার প্রমূখ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *