শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

মহিপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলাদেশ বাণী ডেস্ক॥
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনায় সাগর শিকদার অনু (২৭) নামে এনজিও অফিসের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাগর বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপি অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতোই বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন, এমন সময় অফিসের কাছাকাছি যেতেই ঢাকা থেকে আসা গ্রীণ লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিহত সাগর মহিপুর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা জয়দেব শিকদারের ছেলে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন

জনগণের অধিকার বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *