শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ডিআরইউতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বোরহানউদ্দিনের সাখাওয়াত প্রিন্স

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ঘোষিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক ও ভোলার বোরহানউদ্দিনের ছেলে সাখাওয়াত প্রিন্স। দেশের ব্যাংকিং খাতে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম উন্মোচনকারী তাঁর অনুসন্ধানী প্রতিবেদন এ সম্মান এনে দেয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনের শিরোনাম ছিল—
“A company with a table, two chairs even got crores of loan: How IFIC was fleeced of Tk 7,129cr”।

প্রতিবেদনে প্রিন্স তুলে ধরেন, কীভাবে অস্তিত্বহীন বা কাগুজে প্রতিষ্ঠান মাত্র একটি টেবিল ও দুই চেয়ারের অফিস দেখিয়ে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন নেয় এবং পরে সেই ঋণ খেলাপি হয়ে যায়। নথিপত্র সংগ্রহ, তথ্য–উপাত্তের বিশ্লেষণ এবং ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ দুর্নীতি প্রকাশের মাধ্যমে প্রতিবেদনটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ডিআরইউ জানায়, তথ্যের নির্ভরযোগ্যতা, অনুসন্ধানী সাহস, উপস্থাপনার গভীরতা ও আর্থিক খাতের অনিয়ম উন্মোচনে বাস্তব প্রভাব—এসব বিবেচনায় সাখাওয়াত প্রিন্সকে ২০২৫ সালের সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সাখাওয়াত প্রিন্স বলেন, সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল শক্তি। দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে—তা প্রকাশ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব। এই সম্মান আমাকে আরও শক্তি ও দায়বদ্ধতা দেবে।

তাঁর এ অর্জনে বোরহানউদ্দিনসহ পুরো ভোলা জেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন বার্তার ঢল নেমেছে।

সহকর্মী ও পাঠকদের মতে, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সত্য অনুসন্ধানে প্রিন্সের অদম্য প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডিআরইউর এই সম্মান তাঁকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *