শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাঁদের মধ্যে সাকুরা

নিজস্ব প্রতিবেদক
বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরেছে যাত্রীবাহি সাকুরা পরিবহন। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন।

এসময় একটি মোটরসাইকেল পাশ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াগতিতে মহাসড়কে ওঠেন। তাৎক্ষনিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরে যায়।

তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *