বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মনোরমা বসু মাসীমা শিক্ষা বৃত্তি পেল ১০ মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, নারী ও মানবমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রপথিক মনোরমা বসু মাসীমার স্মৃতি রক্ষার্থে গঠিত মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র আয়োজনে অদম্য মেধাবী শিক্ষার্থীদের “মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়।

খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে ১০ মেধাবী শিক্ষার্থীকে বসু মাসীমা শিক্ষাবৃত্তি দেয়া হয়। মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্র’র প্রতিষ্ঠাতা সদস্য সালমা খান, সদস্য শুভংকর চক্রবর্তী, সনাক’র সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, প্রফেসর বিমল চক্রবর্তী,

অধ্যাপক অমল মুখার্জি, অধ্যাপক টুনু রানী কর্মকার, বরিশালের সাধারন নাগরিক সমাজ’র আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, আইসিডিএ’র নির্বাহী পরিচালক জনাব কাজী নওশাদ রাসেল, এ্যাড.সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক আ: মোতালেব হাওলাদার (অব:), খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, আইসিডিএ’র কার্যকরী পরিষদ সদস্য কুলসুম বেগম বিউটি, আফরোজা নিপাসহ অতিথিরা।

মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সাদিয়া আফরিন হারিছা, অর্নব সাহা, তাবিয়া ভূমি, অন্তরা চক্রবর্তী, খুশি আক্তার, আঁশপ্রিয়া মজুমদার, মুশফিকূল ইসলাম সিফাত, মো: রনি মোল্লা, ওরিয়া এবং আশফি আক্তার।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *