সোলায়মান তুহিন।।
”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭নভেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইব্রাহিম নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে সাইবার স্পেসেও নারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তাই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতাই পারে এই ধরনের অপরাধ কমাতে সহায়তা করতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ এবং মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গনঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধের আইনি দিক ও সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে নারী নির্যাতন প্রতিরোধে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।