সোলায়মান তুহিন।।
বরিশালের গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিকে ধারণ করে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে এক জমকালো পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুবসমাজের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলায় অংশগ্রহণকারী দল ও বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেখানে উপস্থিত তরুণদের উজ্জীবিত করতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশ গঠনে মনোযোগী করে তোলে।”
সমাবেশে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সমস্বয়ক ও কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো: ফেরদৌস হাওলদার। তিনি তার বক্তব্যে বলেন, “কামালপুর যুব সমাজের এই ঐক্যবদ্ধ প্রয়াস প্রমাণ করে যে, তরুণ প্রজন্ম খেলাধুলা ও গঠনমূলক কাজের প্রতি কতটা আগ্রহী।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ন আহবায়ক মো. শামিম খলিফা, মজিবুর রহমান মাস্টার, আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফ শফিকুর রহমান স্বপন, সাবেক আহবায়ক মো. জকির শরিফ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফজলুল হক সরদার, বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি মাসুদ রানা, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া, মো. সিরাজ সরদার প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সকলেই টুর্নামেন্টটির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এই ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদার, আবু সায়েম সুমন, মাইনুল ইসলাম, নুর ইসলাম তালুকদার, মাহাতাব হাওলাদার ও শামীম হাওলাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানজাপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. এমদাদ শিকদার।
এ টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নেয়। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ১০হাজার এবং রানার আপ দলকে ৫হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এই টুর্নামেন্ট এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এবং শহীদ জিয়ার আদর্শে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।