শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গ্রিন সিগনালের নামে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
মনোনয়ন পাননি তবুও গ্রিন সিগনাল পেয়েছেন বলে ধানের শীষের পক্ষে নিজের ভোট চেয়ে যাচ্ছেন বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদি) এর এক বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বস্থানে সেটেছেন পোস্টার ও বিলবোর্ড।

আর এসব বিলবোর্ড ও পোস্টারে বরিশাল ৩ আসনের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মনোনয়ন না পেয়েও এমন কার্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেখানকার বিএনপি অঙ্গসংগঠন ও ভোটারদের মাঝে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন এমনি ভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি’র নেতাকর্মীদের।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ৩ আসন সহ সারাদেশের ৬৩ টি আসনে এখনো বিএনপির মনোনয়ন প্রদান করা হয়নি।

কিন্তু এখানকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জয়নাল আবেদীন গ্রিন সিগন্যালের নামে অপপ্রচার করছেন। ভোটারদের বিভ্রান্ত করছেন, তার এমনও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বলে অভিযোগ করেন তারা। পাশপাশি দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীর পক্ষে ও ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দেয় বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া জয়নুল আবেদীনের অপপ্রচার রোধের অনুরোধ করেন তারা। নেতাকর্মীরা বলেন, দলের মনোনয়ন পাবেন এমন ব্যক্তি যিনি গত ১৫-১৬ বছর দলের পক্ষে ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন এমন নেতাকে। এই অভিযোগের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *