শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা

সোলায়মান তুহিনগৌরনদী প্রতিনিধি।।

‎গৌরনদী ডিবেটিং ক্লাব এর উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গার্লস কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলারা  ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা।

দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরবিভিন্ন  প্রশ্নের উত্তর দেন বরিশালে- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা”। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলি যোগাযোগ বিশেষজ্ঞ  রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *