সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
গৌরনদী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০০০কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বুড়ো বিজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমি রহমান, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা। আলোচনা শেষে কৃষকদের মাঝে স্যার ও বীজ বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।