বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই-মুফতি ফজলুল করিম

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিম তার নির্বাচনী পোস্টার ছেঁড়ে ফেলার ঘটনায় রবিবার (৩০নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কাদা ছোড়া, ইটের গুড়া ছুঁড়ে দেওয়া কিংবা পোস্টার ছেঁড়ে গণমানুষের দাড়িপাল্লা প্রতীকের গণজোয়ার থামানো যাবে না।”

ফেইসবুকে দেওয়া তার পোস্টে তিনি আরও বলেন, রাজনীতি মানে মানুষের জন্য ভালোবাসা, আলো পৌঁছে দেওয়া। যারা পোস্টার নষ্ট করছেন তাদের উদ্দেশে তিনি মন্তব্য করেন— “আপনারা যা করছেন, এসব শুধু দুর্বলতার প্রকাশ। কারো জনপ্রিয়তা দেখে হীনমন্যতায় না ভুগে মানুষের মন জয় করতে শিখুন। আর তা করতে হয় অন্যায় তুলে ধরে, সত্য দেখিয়ে, সম্মান দিয়ে।”

তিনি জানান, মানুষের হৃদয়ে সত্যের আলো জ্বালানো এবং বিবেক জাগিয়ে তোলাই আসল রাজনীতি। তাঁর ভাষায়, “আমি ইনসাফের রাজনীতি করতে চাই। ভোলা-২ জনপদকে শান্তি, ন্যায় ও দুর্নীতিমুক্ত গড়াই আমার লক্ষ্য। মানুষ যদি আমার ওপর আস্থা রাখে, অবশ্যই দাড়িপাল্লায় ভোট দেবে। আর যদি না রাখে—যাকে সঠিক মনে করবে তাকেই ভোট দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”

পোস্টার ছেঁড়া বা হামলার মতো আচরণে ভোটারকে প্রভাবিত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এসব বরং মানুষকে সত্যের দিকে আরও শক্তভাবে নিয়ে যায়।

মেহনতি মানুষের সহায়তায় করা পোস্টার নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের পোস্টারগুলো করা হয়েছে কৃষক, শ্রমিক, জেলে—এদের ঘাম ঝরানো অর্থে। পোস্টার নষ্ট করার আগে অন্তত একবার আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভাবুন।”

তিনি সবাইকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সম্মানজনক নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *