এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন জোরদার হওয়ায় স্থগিত হয়ে গেছে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। দীর্ঘদিন ধরে দাবিপূরণের আশ্বাস না পাওয়ায় শিক্ষকরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষকদের মূল দাবি—
১) সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১৩তম গ্রেড থেকে ১১ম গ্রেডে উন্নীতকরণ।
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন।
৩) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এদিকে আন্দোলনের মধ্যেই নলছিটি উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপনে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বার্ষিক পরীক্ষা স্থগিত থাকলেও কিছু স্কুলে শিক্ষকরা শ্রেণিকক্ষেই নীরবে পরীক্ষা নিচ্ছেন বলে জানা গেছে। এতে অভিভাবকদের মাঝে তীব্র উৎকণ্ঠা ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, সারাদেশে পরীক্ষা স্থগিত থাকলেও নলছিটিতে গোপনে পরীক্ষা নেওয়ায় বাচ্চারা বিভ্রান্ত হচ্ছে এবং সমান সুযোগ বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরাও দুশ্চিন্তায় পড়েছে, কোন পরীক্ষা বৈধ হবে আর কোনটি হবে না, এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ পরীক্ষা বা মূল্যায়ন চালানো উচিত নয়। সমাধান ছাড়া আন্দোলন চলমান থাকবে।
সরকারি আলোচনার অগ্রগতি না থাকায় প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো অনিশ্চিত হয়ে পড়েছে, আর নলছিটিতে গোপন পরীক্ষার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।