সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সমাজের অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে গৌরনদী কারিতাস মিলনায়তনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, , কারিতাস এসডিডিবি প্রকল্পের এনিমেটর সুনিলচন্দ্র মন্ডল, মাহিলারা ইউনিয়ন ফোরামের সভাপতি কালিয়াদমন গুহ, সম্পাদক মো. সাহেব আলী শেখ, মাহিলাড়া উন্নয়ন কমিটির সভাপতি মৃনালকান্তি ঘোষ, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, দৈনিক নয়াদিগন্তের গৌরনদী সংবাদদাতা মাকসুদ আলীসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন—সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সমান দায়িত্ব। কারিতাস দীর্ঘদিন ধরে গৌরনদীসহ বরিশাল অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, প্রশিক্ষণ, পরিচর্যা, জীবিকা উন্নয়ন এবং পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, শুধুমাত্র সহানুভূতি নয়—সমান সুযোগ, সঠিক সহায়তা ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাদের প্রকৃত শক্তিতে রূপান্তরিত করতে পারে।

বক্তব্যে প্রধান অতিথি সুশান্ত বালা বলেন, সমাজের সহযোগিতা পেলে প্রতিবন্ধীরা আত্মনির্ভর হয়ে দেশের উন্নয়ন যাত্রায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম। সরকারি ভাতা, চিকিৎসা সহায়তা, শিক্ষাসুবিধা ও পুনর্বাসন কর্মসূচি আরও কার্যকরভাবে বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি জহুরুল ইসলাম জহির বলেন, একজন প্রতিবন্ধী মানুষের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তার শারীরিক সীমাবদ্ধতা নয়—সমাজের মানসিকতা। তাই দৃষ্টিভঙ্গি বদলে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক আচরণ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মিডিয়া প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরির মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে।
আলোচনায় বক্তারা প্রতিবন্ধীদের শিক্ষায় অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, চলাচল সুবিধা, সামাজিক নিরাপত্তা, এবং মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ফোরামের সদস্য, কারিতাস কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।