এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মো: জুবায়ের হাবিব। ২ডিসেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি নলছিটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা করলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) পদ থেকে তাঁকে নলছিটি উপজেলায় পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর তাঁকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন ও নাগরিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
পূর্বের দায়িত্বে সাফল্য
শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে জনাব জুবায়ের হাবিব নীতিনির্ধারণ, শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগ সহজীকরণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব নলছিটির স্থানীয় উন্নয়ন—বিশেষ করে শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নলছিটিতে উন্নয়নের নতুন প্রত্যাশা
নদীবিধৌত ও কৃষিনির্ভর নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় দুই লাখ মানুষের জীবনমান উন্নয়নে নতুন ইউএনওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে যেসব অগ্রাধিকার পাওয়া যেতে পারে—
প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা
সেবাদান প্রক্রিয়া সহজীকরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ডিজিটালাইজেশন, ভূমি-প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা।
অর্থনৈতিক উন্নয়ন
স্থানীয় কুটিরশিল্প, কৃষিভিত্তিক শিল্প ও মৎস্যচাষে নতুন প্রকল্প, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি।
সামাজিক উন্নয়ন
শিক্ষা, স্বাস্থ্য ও নারী-শিশু সুরক্ষা কার্যক্রমে নতুন উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনায় (বিশেষ করে নদীভাঙন ও অতিবৃষ্টি) পূর্বপ্রস্তুতি জোরদার।
স্থানীয় সহযোগিতামূলক প্রশাসন
ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সাথে সমন্বিতভাবে ‘মডেল উপজেলা’ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের অঙ্গীকার
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন—নতুন ইউএনওর নেতৃত্বে নলছিটির উন্নয়নকে এগিয়ে নিতে তারা সর্বাত্মক সহায়তা করবেন।
দায়িত্বপালনে সফলতার কামনা
সকল মহল থেকে জনাব জুবায়ের হাবিবের সুস্বাস্থ্য, সফলতা ও দায়িত্বপালনে ঈদৃশ ফলাফলের জন্য শুভকামনা জানানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।