আঃ রহিম কাঠালিয়া।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি ফায়সালা আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছবির, সদস্য মোঃ সরোয়ার সিকদার, সিরাজুল ইসলাম রনি, সাংবাদিক আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান মোঃ জুশফিকুর রহমান, মোঃ আসাদুজ্জামান সোহাগ, মোঃ রাসেল সিকদার, এইচ এম বাদল হাওলাদার, আঃ রহিম মোঃ আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদারসহ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ আহমাদ উল্লাহ রবিউল, মোঃ সাকির মাস্টার, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।