রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সঠিক ইসলামী আদর্শ ও আক্বীদাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বীনিয়ার শিক্ষার্থীগণ অগ্রণী ভূমিকা পালন করবে-ছারছীনার পীর

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার দাওরায়ে হাদীস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের খতমে বুখারী উপলক্ষে রবিবার বাদ জোহর ছারছীনা জামে মসজিদে আলোচনা সভা, দোয়া ও বুখারী শরীফের শেষ হাদীস দরসের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

প্রধান অতিথি দাওরায়ে হাদীস শিক্ষা সমাপনকারী ছাত্রদের বুখারী শরীফের শেষ হাদিস দরস প্রদান করেন। অতঃপর তিনি তাঁর আলোচনায় হাদীস শাস্ত্রের অন্যতম গ্রন্থ বুখারী শরীফের নানা দিক তুলে ধরেন এবং ইমাম বুখারী (রহঃ) এর জীবনী সম্পর্কে নানা বিষয় আলোচনা করেন। তিনি বলেন- ইমাম বুখারী (রহঃ) এর জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে সহিহ বুখারী রচনা।

তিনি তার হাদীস গ্রন্থ বুখারী শরীফের সংকলনকালে সর্বদা রোজা রাখতেন এবং প্রতিটি হাদীস গ্রন্থ সন্নিবেশিত করার আগে গোসল করে দু’ রাকাত নফল নামাজ আদায় করে মুরাকাবা ও ধ্যানের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন। তিনি তার গ্রন্থে সহিহ হাদীস ব্যতীত অন্যকোন হাদীস উল্লেখ করেননি। তিনি দীর্ঘ ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ গ্রন্থখানি রচনা করেন। যা পুরো মুসলিম বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ হাদীস গ্রন্থ হিসেবে পরিচিত।

এসময় উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে পীর ছাহেব কেবলা আরও বলেন- শুধুমাত্র বাহ্যিক লোকদেখানোর জন্য আজকের এই অনুষ্ঠান নয়। যতটুকু ইলম অর্জন করেছেন তদনুযায়ী আমল করলে তখনই এই অনুষ্ঠানটি স্বার্থক হবে। দ্বীনিয়া মাদ্রাসার ছাত্রগণ এক একজন লড়াকু সৈনিক। তারা সঠিক ইসলামী আদর্শ ও আক্বীদাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা সমাজের বাতিল মতবাদের বিরুদ্ধে জিহাদ করবে। শিক্ষার্থীগণকে আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূল (সাঃ) এর প্রতি মুহাব্বত ও ইলমের প্রতি মুহাব্বত অন্তরে সৃষ্টি করতে জোর তাকিদ প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডর চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার বোর্ডিং সুপার আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল্লাহ নেছারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব সহ ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ প্রমূখ।

আরো পড়ুন

মাতৃ পরিচয় ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ভাণ্ডারিয়ার ওয়াহিদুজ্জামান

ভাণ্ডারিয়া প্রতিনিধি।। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডে নিজ মায়ের নামের স্থানে ভুলবশত সৎ মায়ের নাম চলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *