বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক দমন এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে কঠোর অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাব-৮ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধীচক্র, অস্ত্রধারী সন্ত্রাসী, প্রতারক এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে র‌্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট সদর থানাধীন ভিআইপি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জলিল সরদারকে গ্রেফতার করা হয়। জলিল সরদার ভান্ডারিয়ার পূর্ব জনিয়া এলাকার মৃত রশিদ সরদারের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ জলিল সরদার পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করার পর অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *