বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কাশীপুরে পাওনা টাকা চাওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরের কাশীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ আব্দুল জাহের খান নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর শহীদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিপুর হাইস্কুল সংলগ্ন সড়কে এ ঘটনার সূত্রপাত ঘটে। আহত অবস্থায় জাহের খানকে স্থানীয়রা উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত আব্দুল জাহের খান জানান, কাশিপুর স্কুল এলাকার পাশেই তার ‘খান ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান থেকে বাকিতে মালামাল নেন মহিউদ্দিন রানা। পাওনা টাকা চাইতে গেলে সাবেক কাউন্সিলর শহীদের নেতৃত্বে রানা সহ ১৫-২০ জন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। প্রাণ বাঁচাতে পাশের দোকানদার নজরুল ইসলামের দোকানে আশ্রয় নিলেও সেখান থেকেও তাকে তুলে নিয়ে একটি গ্যারেজে আবারও মারধর করা হয়।

জাহের খান অভিযোগ করেন, তিনি জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট রাজনীতি করেন, এই বিষয়টি কেন্দ্র করেও তাকে বারবার হুমকি-ধমকি দেওয়া হয়। তাকে এলাকা ছাড়া করারও হুমকি দেন হামলাকারীরা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর শহীদের ড্রাইভার রানা এলাকায় বিভিন্ন দোকান থেকে নিয়মিত বাকিতে মালামাল নেন, কিন্তু পরিশোধ করেন না।

আব্দুল জাহের খান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে সাবেক কাউন্সিলর শহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *