নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে সাহিত্য সভা সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর সদর রোডে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা অফিসে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
কবিতা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মাহবুব রহমানের সঞ্চালনায়- অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি নীপা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কীর্তনখোলা সম্পাদক কবি পথিক মোস্তফা ও দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন।
স্বরচিত লেখা পাঠ ও পর্যালোচনা করেন কলামিস্ট মাহমুদ ইউসুফ, কবি শাহানাজ পারভীন, মো. জাকির হোসেন, কবি সুলতানা রাজিয়া তুলি, কবি আহমেদ বেলাল, কবি সাইফুল্লাহ সাইফ, কবি জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।
সাহিত্য সভায় বক্তারা বলেন, কবি সাহিত্যিকদের সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। সকল ধরনের সংকীর্ণতার বিরুদ্ধে অবস্থান নিয়ে উদারতার প্রতীক হবেন কবি- সাহিত্যিকরা। অনুষ্ঠানে বরিশালের সাহিত্য পত্রিকা ‘মুক্তবুলি’ ৩৯ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।