চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।