মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

‎চরফ্যাশন প্রতিনিধি : ‎ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল ‎মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

‎অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।

আরো পড়ুন

দৌলতখানে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *