শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

হাদি ও এরশাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনের স্বতস্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম বিএনপির আহ্বাায়ক এরশাদ উল্লাহ ওপর গুলিবর্ষণের প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর- ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার। সমাবেশে সরোয়ার বলেন, বাংলাদেশে পতিত সরকার ভারতে পালিয়ে  আছে। তাদের দোসররা বাংলাদেশে এখনো আছে। তারাই বাংলাদেশে স্থিতিশিলতা নষ্ট করতে চায়। তারা জানে তফসিল ঘোষণার পরে শান্তিপূর্ণ একটা ভোটের দিকে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে কিন্তু এরা চায় বাংলাদেশে যাতে শান্তিপূর্ণ ভোট না হয়।

সেজন্য তারা নাশকতা করছে। বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস ও মানুষ মারছে। ভোটকে নষ্ট করতে চায় এরা। এ সময় তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহসিন মন্টু, মহানরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

‎বরিশাল ১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *