শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালের বাবুগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে শনিবার বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপেক্ষে ৫জন। গুরুতর আহত ২জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধীপক্ষে থাকা নেতাকর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তারা পাল্টা প্রতিবাদ মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিলো। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ ৫জন আহত হয়েছেন।

আহত মিল্টন জানান, সম্মেলনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তারা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। এক পর্যায়ে একদল বিএনপি কর্মী তাদের উপর হামলা করেছে। তিনি বলেন, সম্মেলন মূলত পাতানো।

উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। শনিবার কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোন গণ্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোজ এখন নিবো’।

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুইপক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কিনা জানিনা। কেউ থানায় অভিযোগ দেয়নি’।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *