রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

‎গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা

‎সোলায়মান তুহিন।।

‎মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৪ডিসেম্বর) গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।

‎সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত। তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়।

‎বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই জাতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারে।

‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলোম ফকির, সাংবাদিক সোলায়মান তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরো পড়ুন

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজিম উদ্দিন খান।। ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল দশটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *