বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী দা-পলাশের দুইভাইসহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সালাউদ্দিন আল মামুন। শনিবার (৩১মে) রাতে কাউনিয়া থানায় মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত।
এর আগে শনিবার দুপুরে সন্ত্রাসী দা-পলাশ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে নগরীর সদর রোডে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ওয়ার্ড যুবলীগের সদস্য দা-পলাশ ও তার দুই ভাই সুমন, রাসেলের আতংকে থাকে এলাকাবাসী। কেউ তাদের মাদক বাণিজ্যে বাধাঁ দিলে হামলা চালায় সন্ত্রাসী ওই তিন ভাই। তাছাড়া একাধিক মানুষের বাড়িঘর দখল করেছে এই দা- পলাশ।
মামলার বাদি সালাউদ্দিন আল মামুন বলেন, পলাশ ও তার দুই ভাইয়ের রয়েছে সন্ত্রাসী বাহিনী। একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা। গত শনিবার পলাশ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করায় ওই দিন সন্ধ্যায় আমার উপর হামলা চালায় পলাশ ও তার দলবল। হামলার ঘটনায় পলাশসহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ##
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।