আজিম উদ্দিন খান।।
ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ এতে সভাপতিত্ব করেন। যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুদ হাওলাদার (ওসি তদন্ত), সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ, শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, মুক্তিযোদ্ধার সন্তান কবি রিপন শান।
এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে বলে উল্লেখ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।