নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার, চাঁদশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার। গ্রেপ্তারকৃত অপর দুইজনের তথ্য থানা পুলিশ না দেওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং অফিসার ইনচার্জকে (ওসি) ফোন দিয়েও গ্রেপ্তার অপর দুই আওয়ামী লীগ নেতাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এমনকি কোন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে সেই তথ্যও থানার কোন দায়িত্বশীল কর্মকর্তারা দিতে পারেননি।
তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল মোবাইল ফোনে বলেছেন-চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে মোবাইল ফোনে তিনি (ওসি) গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় জানাতে পারেননি। থানার ডিউটি অফিসারের কাছে ফোন দেওয়া হলে তার কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।