বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার, চাঁদশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার। গ্রেপ্তারকৃত অপর দুইজনের তথ্য থানা পুলিশ না দেওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং অফিসার ইনচার্জকে (ওসি) ফোন দিয়েও গ্রেপ্তার অপর দুই আওয়ামী লীগ নেতাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এমনকি কোন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে সেই তথ্যও থানার কোন দায়িত্বশীল কর্মকর্তারা দিতে পারেননি।

তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল মোবাইল ফোনে বলেছেন-চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে মোবাইল ফোনে তিনি (ওসি) গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় জানাতে পারেননি। থানার ডিউটি অফিসারের কাছে ফোন দেওয়া হলে তার কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন।

আরো পড়ুন

বরিশালে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে টাউনহল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *