শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মোবাইল উদ্ধার, আটক-১

হিজলা প্রতিনিধি // বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,মোবাইল উদ্ধার করা হয়েছে।এ সময় ০৩নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) নামে এক জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায়।৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে।বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোস্তফা সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল ফোন (২টি স্মার্টফোন ও ১টি বেসিক ফোন)।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

মাদকমুক্ত বরিশাল উপহার দিবো-মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক : বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *