রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

নলছিটি প্রতিনিধি।।

নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হামিদুল ইসলাম খান সোহাগ। তিনি নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা ও নুরুল ইসলাম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ডিসেম্বর) গভীর রাতে নাঙ্গুলী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে। পরদিন শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরো পড়ুন

বরিশালে ৪ ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক-৪

নিজস্ব প্রতিবেদক বরিশাল সদর উপজেলার গিলাতলী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *