নলছিটি প্রতিনিধি।।
নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম হামিদুল ইসলাম খান সোহাগ। তিনি নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা ও নুরুল ইসলাম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ডিসেম্বর) গভীর রাতে নাঙ্গুলী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে। পরদিন শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।