রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বরিশালের ছয়টি আসনে ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বরিশাল-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের তারিকুল ইসলাম এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা নেছার উদ্দিন।
বরিশাল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
বরিশাল-৩ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া বরিশাল-৬ আসন থেকে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরো পড়ুন

অবদান ছিল, স্বীকৃতি নেই—বরগুনার বজলুর রহমানের নীরব সংগ্রাম

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে অংশ না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *