সোলায়মান তুহিন, গৌরনদী
বরিশালের গৌরনদীতে সরকারি খাল অবৈধভাবে দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পালরদী নদীর একটি শাখা সরকারি খাল পাইলিংয়ের মাধ্যমে অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন মিলন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি। বিষয়টি প্রশাসনের নজরে এলে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযানকালে মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন লঙ্ঘনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “এই দণ্ড কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে—এই শাস্তি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপসহীন। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারি জলাশয় রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।