বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে বিরোধীয় জমিতে গভীর রাতে প্রতিপক্ষের ঘর উত্তোলন

চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে শশিভূষণে বিরোধীয় জমিতে গভীর রাতে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শশিভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সরেজমিন পরিদর্শন শেষে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় বসার নির্দেশ দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা হাজারীগঞ্জ ইউনিয়নের ৩৪ নং তোজিভুক্ত জেএল মৌজা নং ৯৫ দাগ নং ৪১৬২/ ৪১৬৪/৪১৬৩/৪১৬৯ এর ১.০৯ একর জমি নিয়ে স্থানীয় ফারুক মাস্টারের ছেলে ইব্রাহিম মারুফ ভোগদখল করে আসছেন। সময়ের পরিক্রমায় জমির দাম বৃদ্ধি পেলে প্রতিপক্ষ আবুল হোসেন মাঝির জমির ওপর দৃষ্টি পড়ে। এরপর থেকে নানা সময় তারা জমি দখলের জন্য চেষ্টা চালায়।

ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর আবুল হোসেন মাঝি ওরফে আবু মাঝি নিজেদের প্রভাবশালীদের সহযোগী দাবি করে বিভিন্ন সময় আমাদের জমি দখলের চেষ্টা চালায়। গত কয়েক দিন আগেও ঘর তৈরির সরঞ্জামাদি নিয়ে ঘর তৈরির চেষ্টা করে।

আমাদের বাধার মুখে ফিরে যায়। এরপর আমরা ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলা চলমান অবস্থায় গত রোববার গভীর রাতে আবুল হোসেন মাঝি ও তার সহযোগীরা ঘর তোলে।

অভিযুক্ত আবুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ছেলের আলাউদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না, আমি বাড়িতে নেই, দূরে আছি।

এ ব্যাপারে শশিভূষণ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে ২৬ ডিসেম্বর শুক্রবার থানায় আসতে বলা হয়েছে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *