বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আগৈলঝাড়া প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি-শামীম ও সম্পাদক-নাজমুল

আগৈলঝাড়া প্রতিনিধি 
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারন সদস্যের মতামতের ভিত্তিতে মো. শামীমুল ইসলাম শামীম সভাপতি ও এফএম নাজমুল রিপন সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।

‍আজ সোমবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাতা সরদার হারুন রানার সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন। সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুন বাড়ৈ, স্বপন দাস প্রমুখ।

সভার প্রথম অধিবেশনে ২০২৫ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জন্য মো. শামীমুল ইসলাম শামীম সভাপতি (আজকের পত্রিকা) এবং এফএম নাজমুল রিপন সাধারন সম্পাদক (মানবকন্ঠ) মনোনীত করা হয়।

নয় সদস্যের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. রিপন বিশ্বাস সহ-সভাপতি, মো. জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, নির্বাহী সদস্য মো. মাহবুবুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। আগৈলঝাড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটি ঘোষনা করে শপথ বাক্য পাঠ করান সরদার হারুন রানা।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *