চরফ্যাশন প্রতিনিধি //
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কার্যালয় থেকে তার পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন এবং চরফ্যাশন আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ সংবাদিকদের জানান, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে দলের নেতাকর্মীদের দায়িত্ব আরও বেড়ে গেল।
তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারলে বিজয় সুনিশ্চিত। আমরা পাড়া-মহল্লায় মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছি।” চরফ্যাশন ও মনপুরা উপজেলার রাজনৈতিক অঙ্গনে জামায়াতের এই অংশগ্রহণ নেতাকর্মীদের মাঝে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। দলটির পক্ষ থেকে এই আসনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।