ভোলা প্রতিনিধি //
ভোলায় পূর্ববিরোধের জেরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম রেজওয়ান আমিন শিফাত (২৮)। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে ও ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
রেজওয়ানের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভোলা থেকে লোকজন ঢাকায় যাচ্ছেন। আমার ছেলেও ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মাগরিবের নামাজের পর ব্যাগ নিয়ে বের হলে পথিমধ্যে বাড়ির সামনে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনের ছেলে হাসিবসহ কয়েকজন তাকে ঘিরে ধরে। পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রেজওয়ানকে কুপিয়ে জখম করে ফেলে যায় তারা। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’
স্থানীয় বাসিন্দারা জানান, আলাউদ্দিন হাওলাদার ও হেলাল উদ্দিন হাওলাদার আপন ভাই। হেলাল উদ্দিন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। তাদের দুই পরিবারের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব আছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন হেলাল উদ্দিন। আর আজকের ঘটনার পর গা ঢাকা দেন তার ছেলে হাসিবসহ অভিযুক্ত ব্যক্তিরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।