বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

তরুণ যুব সমাজ ফ্যাসিস্ট সরকারকে বিদায়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে- অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক //

আনন্দবাজার ৫০ বল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন বাংলাদেশের তরুণ যুব সমাজ ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। আমার দেশের তরুণ, যুবক শিশুরা কাঙ্ক্ষিত বাংলাদেশকে তৈরি করতে পারবে তখনই যখন শিক্ষা, স্বাস্থ্য, চরিত্রে তাদেরকে গড়ে তোলা সম্ভব হবে। তারাই তখন বাংলাদেশের সেরা বিজ্ঞানী, ক্রিয়াবীদ, ও চিকিৎসক হবে‌।

এ্যাডভোকেট হেলাল আরো বলেন, আমাদের নবী মুহাম্মদ সাঃ পৃথিবীতে সেরা সমাজ কায়েম করেছিলেন। সেখানে নৈতিকতার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের ব্যাবস্থা করা হয়েছে এবং নির্মল আনন্দের পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশে যদি আগামীতে সেই রাসুল সাঃ আদর্শের আলোকে সমাজ গঠিত হয় তাহলে এই দেশও পৃথিবীর বুকে সেরা দেশ হিসেবে সম্মান ও মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সাঈফীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন নেসারী। এছারা আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান, যুব নেতা মোহাব্বতুল্লাহ মাহেতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *