মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

বরিশালে সেনাবাহিনীর গা‌ড়িচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ

নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল স্টেডিয়াম থেকে ক্রিকেট প্রাকটিস শেষে ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র মাহমুদুল হাসান অহি (১৩) নিহ‌তের ঘটনায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অব‌রোধ করেছে নিহতের সহপাঠিরা।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় সংলগ্ন মহাসড়ক অব‌রোধ ক‌রে তারা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়
সহপাঠীরা বলেন, সেনাবাহিনীর গাড়ি চাপায় অহিকে হারিয়েছি। এ ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। নয়তো পরে আবার কাউকে এমনিভাবে মারা যেতে হবে। অবিলম্বে বিচার জড়িতকে গ্রেফতার না করা হলে ফের আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোডে বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র ও অনুর্ধ ১৪ দলের ক্রিকেটার ছিলো। তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মা মাকসুদা আক্তার নগরীর সাগরদী এলাকার চান্দু মার্কেট এলাকার বাসিন্দা।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ।। বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *