মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড টু পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে এবং পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব দফাদার, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক শাহ আলম মাস্টার, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান ও ইউপি সদস্য সোহেল হাওলাদার।
ফলাফল ঘোষণার পর বার্ষিক সামষ্টিক মূল্যায়নে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কমন পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের প্রধান কারিগর। তাই পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
বক্তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলের ভূমিকার প্রশংসা করে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা, সাদিয়া আক্তার, মরিয়ম বেগম, সাংবাদিক মুন্সী ইউসুফ, পল্লী চিকিৎসক আবুল হোসেন, অভিভাবক সদস্য হাফেজ মো. মহসিন ও শিউলি বেগমসহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।