বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

কলাপাড়া প্রতিনিধি //
পটুয়াখালীর কুয়াটায় ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানার পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রিফাতকে (২১) আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় আরিফার লাশ উদ্ধার করা হয়। এ সময় রিফাত পাশে বসে কাঁদছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত আরিফা বরিশালের গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। স্বামী রিফাত কুয়াকাটার একটি রেস্তোরাঁর কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।

গতকাল সোমবার রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিলেন রিফাত। সেখানে একটি বঁটি পড়ে ছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, গৃহবধূ আরিফার লাশ উদ্ধারের সময় তাঁর স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *