বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। 

‎বরিশালের গৌরনদী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।

‎সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও আসন্ন বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

‎সভায় বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতায় অপরাধ দমন ও একটি শান্তিপূর্ণ, নিরাপদ গৌরনদী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *