বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

‎গৌরনদীতে ৫৪তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।

‎বুধবার (৭জানুয়ারী) সকাল ১০টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম।
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতা শেখায়।” তিনি এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটায়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাদের সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই।”

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান এবং আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন।

‎দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

‎অনুষ্ঠান শেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল আগামীর স্বপ্ন।

‎উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা এমন সফল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *