বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

​নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা আটক

নেছারাবাদ প্রতিনিধি //

পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন—রাকিবুল ইসলাম রাকু (৪৪), বেল্লাল, সাইফুল ইসলাম (৩১), সোহাগ খলিফা (৩৫) এবং রাজ বাহাদুর (২৪)। তারা নেছারাবাদের সোহাগদল ও বলদিয়া ইউনিয়নের বাসিন্দা।
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে একটি চৌকস টিম সোহাগদলের বকুলতলা এলাকায় রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় মাদক কেনাবেচারত অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। ​এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে এসআই মোস্তফা শওকত জামান বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ০৭) দায়ের করেন।
পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ​এসআই শওকত জামান জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *