নেছারাবাদ প্রতিনিধি //
পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রাকিবুল ইসলাম রাকু (৪৪), বেল্লাল, সাইফুল ইসলাম (৩১), সোহাগ খলিফা (৩৫) এবং রাজ বাহাদুর (২৪)। তারা নেছারাবাদের সোহাগদল ও বলদিয়া ইউনিয়নের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে একটি চৌকস টিম সোহাগদলের বকুলতলা এলাকায় রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় মাদক কেনাবেচারত অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে এসআই মোস্তফা শওকত জামান বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ০৭) দায়ের করেন।
পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসআই শওকত জামান জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।