ফাহিম ফিরোজ, বরিশাল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষে বড় ধরনের পরিবর্তন এসেছে নির্বাচনী মাঠে। আপিল বোর্ডের সর্বশেষ সিদ্ধান্তে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হওয়ায় তাদের মনোনয়ন বাতিলাদেশ বহাল থাকছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে একাধিক আসনে আপিল নিষ্পত্তির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ নতুন করে সাজানো হয়েছে।
ঝালকাঠি-১ আসন:
স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম আজম, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মনোনয়ন বৈধ করেছে আপীল বোর্ড।
ঝালকাঠি-২ আসন:
স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিন সরদার ও সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
বরিশাল-৫ আসন:
খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
বরিশাল-২ আসন:
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
বরগুনা-২ আসন:
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রাশেদ উদ জামান ও জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ সোলাইমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
ভোলা-১ আসন:
জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আকবর হোসাইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
ভোলা-৪ আসন :
ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড।
পিরোজপুর-১ আসন:
বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নামঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বহাল রেখেছে আপিল বোর্ড।
যাদের আপিল নামঞ্জুর হয়েছেন তারা হলেন- ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খান,
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমাত উল্লাহ, ভোলা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রফিজুল ইসলাম ও ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজ তাছলিমা বেগম। এছাড়া এখনো অপেক্ষমান রয়েছেন অসংখ্য আপিলকারী প্রার্থী। আপিল শুনানি শেষে মনোনয়ন বৈধ ও বাতিলের সংখ্যা আরো বাড়বে।
নির্বাচনী প্রভাব ও বিশ্লেষণ:
আপিল বোর্ডের এই সিদ্ধান্তের ফলে বরিশাল বিভাগের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। বিশেষ করে ঝালকাঠি-১, বরগুনা-২ ও ভোলা জেলার আসনগুলোতে প্রার্থীর সংখ্যা বাড়ায় ভোটের মাঠে হিসাব-নিকাশ নতুন করে শুরু হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। অন্যদিকে, আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়ায় সংশ্লিষ্ট দল ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপিল নিষ্পত্তির পর বরিশাল বিভাগে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে এবং আগামী দিনে মাঠের রাজনীতি আরও সক্রিয় হয়ে উঠবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।