নিজস্ব প্রতিবেদক।।
নির্বাচন কমিশন (ইসি) দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে এমন অভিযোগ তুলে নির্বাচনের আগে ইসির পুনর্গঠন চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই। এ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি।
এর আগে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রতিনিধি দল। এতে অংশ নেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। যদিও ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করেন এনসিপি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।