বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মানবতার সেবায় কুয়াকাটায় বাতিঘর মানবিক বক্স-এর উদ্বোধন

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর //
পর্যটন নগরী কুয়াকাটায় মানবতার সেবায় উদ্বোধন করা হয়েছে মানবিক বক্স। সেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর উদ্যোগে ও কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় ১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) আছর নামাজ বাদ এ মানবিক বক্স এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘরের সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘর এর সভাপতি ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সাংবাদিক আল আমিন অনিক, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি জনি আলমগীর, বাতিঘরের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার প্রমুখ।
বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, পৌষের কনকনে ঠান্ডা শীতে গরীব দুস্থ মানুষেরা শীতবস্ত্র কিনতে পারে না। তাদের জন্য আমরা এই মানবিক বক্স করেছি। এখান থেকে গরীব দুস্থ মানুষেরা তাদের চাহিদা মত শীতবস্ত্র নিয়ে প্রয়োজন মিটাবে। আবার যাদের প্রয়োজন নেই তারা মানবিক বক্সে রেখে যাবে।
বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা বলেন, বাতিঘর মানবতার সেবায় কাজ করে। বৃক্ষ রোপণ কর্মসূচি, ভারসাম্যহীনদের বস্র প্রদান কার্যক্রম সহ দুস্থ ও অসহায় মানুষদের জন্য এই মানবিক বক্স নির্মাণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কুয়াকাটা পৌর শাখার আমির, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, বাতিঘর সদস্যরা ভালো একটি উদ্যোগ নিয়েছে। মানবতার সেবায় সকলের এগিয়ে আসা উচিত। এখানে আমিও শিশু, নারী পুরুষদের অপ্রয়োজনীয় বস্র দান করেছি। আপনারাও আপনাদের অপ্রয়োজনীয় বস্র এই মানবিক বক্সে রেখে যাবেন,এমন আহবান জানিয়েছেন তিনি।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, মানবিক বক্স স্থাপনের মাধ্যমে বাতিঘরের সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এধরণের কাজের মাধ্যমে আমরা একে অন্যের পাশে দাড়াতে পারি। শুধু শীতবস্ত্রই নয় মানবিক বক্সে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের জুতা রাখা হয়েছে। এটি বক্সের মাধুর্য বাড়িয়ে দিয়েছে। আমি এই মানবিক বক্সের পাশে থাকতে পেরে ধন্য মনে করছি।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *