সোলায়মান তুহিন, গৌরনদী।।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাহী এগ্রো অটো রাইস মিলের মাটির নিচ থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন রাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়।
এ সময় মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স জব্দ করে এবং মিলের কর্মচারী উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের পুত্র জাহিদ হাসানকে (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধান এর পুত্র শাহিনুর প্রধানকে (২৭) আটক করা হয়। এ ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন।