মঙ্গলবার, মে ১৩, ২০২৫

গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজন আটক

সোলায়মান তুহিন, গৌরনদী।।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাহী এগ্রো অটো রাইস মিলের মাটির নিচ থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন রাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়।

এ সময় মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স জব্দ করে এবং মিলের কর্মচারী উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের পুত্র জাহিদ হাসানকে (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধান এর পুত্র শাহিনুর প্রধানকে (২৭) আটক করা হয়। এ ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

শেরে বাংলার জীবনী পাঠ্যবইয়ে  অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক।। শেরে বাংলার ৬৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজস্মের কাছে চির স্মরণীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *