নিজস্ব প্রতিবেদক //
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-বরিশাল সিটি কর্পোরেশন) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
মঙ্গলবার দুপুর ২ টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের সম্মানে হাতপাখার প্রার্থীর পক্ষে কাজ করবেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
অ্যাডভোকেট হেলাল আরও বলেন, “চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে বরিশাল-৫ আসন থেকে আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করব এবং নির্বাচনী প্রচারণা চালাবো।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ হাবিবুর রহমান, অ্যাডভোকেট শাহে আলম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।