কাজল দে, হিজলা : গত ১১ জানুয়ারি গভীর রাতে মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী বাথুয়াচর সংলগ্ন স্থানে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। জেলেদের ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন শামীম হোসেন প্রাণে বেঁচে ফিরলেও বাকি চারজনের সন্ধান অব্যাহত ছিল।
গতকাল ২০ জানুয়ারি,সকাল ৫টায় নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে হতে ২ জনের মৃত লাশ মেঘনা নদীতে ভাসা অবস্থায় দেখতে পেয়ে হিজলা থানা নৌপুলিশ কে জানালে, তারা শাহীন মীর (২০) আরিফ সিকদার (১৯) এর লাশ উদ্ধার করে।
তারা উভয়ে ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামের বাসিন্দা। উল্লেখ্য নিখোঁজ মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন বেপারী (১৭) ও নয়ন সিকদার (১৯) এখনও নিখোঁজ রয়েছেন।
জীবিত শামিম হোসেন (২৫) বলেছেন,তিনিসহ ওই পাঁচ জেলে একটি ট্রলারে করে মাছ ধরতে যান। রাতে নদীতে জাল পেতে রেখে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে। মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে তারা সবাই নদীতে ছিটকে পড়েন।পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও তিনি ছাড়া অন্য কোনো জেলে তীরে পৌঁছতে পারেননি।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান,নিখোঁজ চার জেলের মধ্যে দুই জনের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।এস আই শাহাজাদা সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
ধারণা করা হয়েছিল, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বাকী দুইজনের খোঁজ অব্যাহত রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।