বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে ভোলার ২৪ প্রার্থী, নিয়ম মানতে ডিসির নির্দেশনা

ভোলা প্রতিনিধি : ভোলা জেলার-৪টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈধ প্রার্থীদের অনুকুলে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় নির্বাচন আচররণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে প্রতীক হাতে পেয়ে সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা।

ভোলা-১ (সদর আসনে) প্রতিদ্বন্দ্বি সাতজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপির) চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিভ রহমান পার্থ ‘গরুর গাড়ি’, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলণের মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’, জাতীয় পার্টির আকবর হোসাইন ‘লাঙ্গল’, এনপিপির মিজানুর রহমান ‘আম’, ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ‘চেয়ার’ ও গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।

ভোলা-২ আসনে প্রার্থী ৬ জন। বিএনপির মো. হাফিজ ইব্রাহিম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মোহাম্মদ ফজুলল করিম ‘দাড়িপাল্লা’, আমজনতার দলের মো. আলা উদ্দিন ‘প্রজাপতি’, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ‘ছাতা’, জাতীয় পার্টির এডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু ‘লাঙ্গল’ স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন খন্দকার ‘ মোটর সাইকেল’ প্রতীক। ভোলা -৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ‘ ধানের শীষ’, ইসলামী আন্দোলণের মো. মোসলেহ উদ্দীন ‘হাতপাখা’, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ‘লাঙ্গল’, গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়ব ‘ট্রাক’ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নিজামুল হক ‘ফুলকপি’ প্রতীক পেয়েছেন। এ আসনে মোট প্রার্থী ৫ জন।

ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলান নয়ন ‘ধানের শীষ’, জামায়াতের ইসলামীর মোহাম্মবদ মোস্তফা কামাল ‘দাড়িপাল্লা, আমজনতার দলে মো. জালাল উদ্দিন রুমি প্রজাপ্রতি, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলণের আবুল মোকারম মো. কামাল উদ্দীন ‘হাতপাখা’ ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলণের আবুল কালাম পেয়েছেন ‘সিংহ’ প্রতীক। এ আসনে মোট প্রার্থী ৬ জন।

রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। আচর বিধি মালা মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আচরণবিধি মেনে চলার জন্য বার্তা দিয়েছেন প্রার্থীদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন করা করা হয়েছে। সব ধরেনর প্রস্তুতি নেয়ার কথাও জানান তিনি। কেন্দ্রের ঝুঁকি বিবেচনা করে আলাদা পরিকল্পনা নিবেন। আইন শৃঙ্খলা রক্ষা কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *