শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক।। 

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১হাজার ৯১০প্যাকেট কিংস ব্র্যান্ডের সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

রোববার (৬জুলাই) রাতে উপজেলার আলিপুর মৎস্য বন্দর ও পৌর শহরের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দিলীপ কুমার পাল (৩৯) নামে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ দণ্ড কার্যকর করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করা হচ্ছিল। অভিযানে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

জনগণের অধিকার বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *