বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আ.লীগের যারা অপরাধ করেননি তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক //

আওয়ামী লীগের যারা অপরাধ করেনি তাদের নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারেরই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল-৫ ও ৬ এর ভোটের অবস্থান নিয়ে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফয়জুল করিম এ কথা জানান।

এ সময় অপরাধী না হলেও আসামি করে যাকে-তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অভিযোগ করে; কাউকেই হয়রানি না করার আহ্বান জানান দলটির শীর্ষ এই নেতা। তিনি বলেন, ‘ইসলামের পক্ষে যে দল কাজ করবে তাদের সঙ্গে জোট হতেও পারে। তবে রাজনীতি ক্ষুধা নিবারণের জায়গা না। এটি খেদমতের জায়গা। কিছু ব্যক্তি ক্ষমতাকে ভোগের জায়গা মনে করে।’ উন্নয়ন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ‘দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি।

বরিশাল পিছিয়ে রয়েছে এই দুর্নীতির কারণে। পরামর্শশালার মধ্যে দিয়ে বরিশালের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। যেখানে পরামর্শ দেবেন শিক্ষাবিদ, পরিবেশকর্মী, সাবেক জনপ্রতিনিধিসহ সবাই। তিনি বলেন, ‘নারীদের চাকরি নয়, তাদের নিরাপদ বাসস্থান ও সুরক্ষার দায়িত্ব আমাদের। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নারীদের সমতার অধিকার তৈরি করা যায়।’

নির্বাচনে প্রশাসনকে কোনো পক্ষের দিকে না ঝুঁকতে আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, কোনো অবস্থাতেই আমাদের বিপথে যাওয়া যাবে না। আগামীর নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্যে দিয়ে ইনসাফের বাংলাদেশ গড়তে হবে। এ সময় গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি। ফয়জুল করিম বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটগতভাবে নয় এককভাবে ভোট করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বরিশাল সদর আসনে জামায়াতের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল ইসলাম আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় তাকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে মনে করিয়ে দেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিও সম্মান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই আসনে কোনো প্রার্থী দেননি বলে জানান দলটির সিনিয়র নায়েবে আমির।

এ সময় উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলনের বরিশাল-৪ আসনের মনোনীত প্রার্থী এছাহাক মো. আবুল খায়র, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর লোকমান হাকিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাকারিয়া হামিদি, নগরের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মিডিয়া উপকমিটির আহ্বায়ক মাও. নাসির উদ্দিন নাইসসহ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *